বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮২

ধামরাইয়ে  তিনতলা হাসপাতাল ভবন গুঁড়িয়ে দিলেন ইউএনও

অপু চক্রবর্তী (ঢাকা) প্রতিনিধিঃ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

ঢাকার ধামরাইয়ে আদালতের রায় ডিক্রি ও একটি মামলার চলমান থাকা সত্ত্বেও একটি হাসপাতাল ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে।ভুলবশত  শয্যায় হাসপাতালের শয্যায় একদিনের সিজারের রোগী থাকলেও উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঙ্গলবার দিনভর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে  এসকেভেটর ( ভেকু মেশিন)দিয়ে ভবনটি কুড়িয়ে দেন।

উক্ত হাসপাতালের স্বত্বাধিকারী  ও কালামপুর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বদরুল আলম মালিকানা ও আদালতের রায় ডিক্রি  ও চলমাল মামলার কাগজপত্র দেখাতে চাইলেও ওমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি মুক্ত কাগজপত্র দেখতে   মোটেও রাজি হয়নি 

উপজেলা    নির্বাহী ম্যাজিস্ট্রেট কাগজপত্র না দেখেই এবং মালিকপক্ষের বাধা বিপত্তি উপেক্ষা করেই একু  মেশিন(মাটি খনন যন্ত্র)  দিয়ে উত্তর দিনকাল তিনতলা হাসপাতাল ভবনটি গুঁড়িয়ে দেন বলে উপজেলাভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি।

হোলি জেনারেল হাসপাতালের মালিক ও কালামপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম বলেন হ্যাঁ ও এস এর রেকর্ডিং এর মালিকের পারিসানের  কাছ থেকে আমি  জমি ধামরাই উপজেলার কালামপুর বাজারে উক্ত জমি ক্রয় করি।আমার সাপ কয়লা দলিল রয়েছ। উক্ত দলিল মূলে  আমি এসে নামজারিয়েও জমা করেছি। উক্ত জমির ওপর হোলি জেনারেল হাসপাতালের নামে একটি দাতব্য প্রতিষ্ঠান নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভুক দখলে আছে। 

ভুলবশত উত্তর জমি ভালো না তোর রহমান খান স্কুল এন্ড কলেজের নামে আর এস রেকর্ড লিপিবদ্ধ হয়। আমি আর এস রেকর্ডের সংশোধনী চেয়ে সহকারি দশম জজ  আদালতে একটি মামলা দায়ের করি।  মামলায় আমি না আমি ঢাকায় আছি তার পক্ষে দালত রায় ডিগ্রী দেন। উত্তর শিক্ষা প্রতিষ্ঠান আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। উক্ত আপিলের আমার পক্ষে আদালত আদেশ দেন। 

এ সত্ত্বেও  উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার উপর ক্ষুব্ধ হয়ে ও আক্রোশবশত আমার তিন তলা হাসপাতাল ভবনটি ভেকু মেশিন দিয়ে ভরিয়ে দেন। আমার হাসপাতালের শয্যায় ১ দিনের সিজারিয়ান রোগি থাকলেও হাসপাতালটি রক্ষায় কোন সদয় হননি ও জেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি। 

উপজেলা ভ্রাম্যমান  আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, আর এস রেকর্ড অনুযায়ী হাসপাতালটি ভালো না তো রোমান খান স্কুল এন্ড কলেজের জমির উপর নির্মাণ করা হয়েছে।এজন্য উক্ত হাসপাতাল ভবনটি  গুড়ে দেয়া হয়েছে  অভিযান চালিয়ে পবনটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। বারবার তাদেরকে নিজ দায়িত্বে স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।এরপরও তারা কোন কোনমত না করলে উপজেলা ভ্রাম্যমান  আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

এই বিভাগের আরো খবর